জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যজন সম্মাননা পাচ্ছেন চট্টগ্রামের প্রবীণ সংস্কৃতি কর্মী, নাট্যকার, লেখক ও ইতিহাস গবেষক আহাম্মদ কবির।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আজ সোমবার সন্ধ্যা সাতটায় সম্মাননা গ্রহণ করবেন চট্টগ্রামের গ্রুপ থিয়েটার নাট্যাধারের এই গুণী সদস্য। তার হাতে সম্মাননা তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের প্রত্মতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. একেএম শাহ নেওয়াজ।
জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সায়মুম জানান, আমরা ঢাকার বাইরের নাট্যজনদের সম্মাননা জানাতে চাই। আমরা দেখছি, আহাম্মদ কবির নিভৃতে কাজ করে যাচ্ছেন। নাট্যকার, ইতিহাস গবেষক ও নাট্যজন হিসেবে তার কাজ প্রশংসনীয়। থিয়েটারে তার অবদানের জন্য তাকে আমরা ‘নাট্যজন সম্মনানা’ প্রদানের জন্য মনোনীত করেছি।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্নকারী পটিয়ার সন্তান আহাম্মদ কবির ১৯৫৯ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সাল থেকে বর্তমান পর্যন্ত ৪২টি নাটক লিখেছেন। ১৯৭৫ সালে নিজ গ্রামবাসী আয়োজিত ও উপেন্দ্র সেন নির্দেশিত ‘মা শুধু মেয়ে’ নাটকে কিশোর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়।
Leave a Reply