বিএনপি’র মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
নির্বাচনের তারিখ ২৯ মার্চের পরিবর্তে ২ দিন পিচিয়ে ৩১ মার্চ করার সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের এনআইডি দেখে ঢুকাতে হবে। ভোটকেন্দ্রের ব্যালট প্যানেলে সেনাবাহিনীর অফিসার নিয়োগ দিতে হবে। প্রিসাইডিং অফিসারের ৫% ভোট দেওয়ার ক্ষমতা কমিয়ে ১% নিয়ে আসতে হবে।
নির্বাচন কমিশনকে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহন করার আহ্বান জানাচ্ছি।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে ট্রিটমেন্ট হাসপাতালস্থ চেম্বারে মহানগর যুবদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিঃ সহ সভাপতি ইকবাল হোসেন, সিঃ যুগ্ম সম্পাদক মোশারফদাঁড়িয়ে মুখোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।
এর আগে সকাল থেকে তিনি ব্যস্ত দিন পার করেন। সকাল ১১ টায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুপুরে ১৭ নং পশ্চিম বাকলিয় ওয়ার্ড বিএনপির ঐক্যবদ্ধ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাদে মাগরিব নগরীর ডিসি রোড়স্থ ফালাহ গাজী মসজিদে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর জন্য আয়োজিত দোয়া মাহফিলে শরিক হন।
এছাড়া বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।
Leave a Reply