নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাওয়া তিন শিশু ফিরল মা-বাবার কোলে। গতকাল রবিবার রাতে তাদের মা-বাবার হাতে তুলে দেয় পুলিশ। সন্তানদের ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা-মাতাগণ।
ওই তিন শিশু হলো- বাগমাড়া উপজেলার বীরকয়া গ্রামের মান্নান মণ্ডলের ছেলে শিহাব, একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ।
উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরাঘুরি কালে ছোট্ট তিন শিশুকে আত্রাই থানার ডিএসবি নুরুল ইসলাম দেখতে পায়। পরে তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তারা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে তারা ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে। পরে তিনি তাদের থানায় নিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, হারিয়ে যাওয়া ওই শিশুদের থানায় নিয়ে এসে রাতের খাবার খাওয়ানোর পর তাদের পরিবারে খবর পাঠালে তারা থানায় আসেন। পরে রাতেই সংবাদকর্মীদের উপস্থিতিতে তাদের মা-বাবার কাছে তুলে দেয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply