চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বৃহস্পতিবার

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে দুুই দিনব্যাপী সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার। অনুষ্ঠান উপলক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। প্রায় ২৫০০ জন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার সময় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিভাগের সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. আনোয়রা বেগম।

এসময় আনোয়ারা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ের এ বিভাগ থেকে গত ৫০ বছরে বহু সনামধন্য, গুণী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যাক্তিরা পড়াশোনা সম্পন্ন করে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের অনেকেই দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত দায়িত্বে নিয়োজিত আছেন। সূবর্ণ জয়ন্তীর এই আনন্দগণ মুহুর্তে তারা অনেকই দূর দূরান্ত থেকে দুই দিনের জন্য সোনালী মাখা প্রান্তরে উপস্থিত হবেন।

অনুষ্ঠানের প্রথম দিনে রয়েছে সকাল ৯ টায় নাস্তা ও উপহার সামগ্রী গ্রহন, ১০ টায় র‌্যালি, সাড়ে ১০ টায় শহীদ আবদুর রব হল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, ১১ টায় অতিথিদের বক্তব্য , সাাড়ে ১২ টায় সংবর্ধনা, ১ টায় জোহরের নামাজ ও দুপুরের খাবার, ২ টায় স্মৃতিচারণ ও ফটোসেশন, ৩ টা ১৫ মিনিটে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪ টায় আমন্ত্রিত শিল্পী ক্লোজআপ তারকা সাব্বির জামানের পরিবেশনা এবং সর্বশেষ ৫ টা ৪৫ মিনিটে আমন্ত্রিত ব্যান্ড ‘চিরকুট’ এর পরিবেশনা ।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন আয়োজন করা হবে স্বাধীনতা কমপ্লেক্স , বদ্দারহাট, চট্টগ্রামে । এদিন থাকছে বিভাগীয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবশেনা , আমন্ত্রিত শিল্পী মৌমিতা ও সন্দীপন দাশের পরিবেশনা এবং সর্বশেষ আমন্ত্রিত ব্যান্ড ‘নাটাই’ এর পরিবশেনা ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *