সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে ১৬৯ রানের বিশাল জয় পেয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বড় স্কোরের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স প্রদর্শন করেছে জিম্বাবুয়ে।
মঙ্গলবার (৩ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান জড়ো করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল দুঃসময় পেছনে ফেলে ১৫৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন, যার মাধ্যমে গড়েন অনেকগুলো রেকর্ড।
১৩৬ বলের মোকাবেলায় তামিম এদিন হাঁকান ২০টি চার ও ৩টি ছক্কা। ক্রিজে ছিলেন ৪৬তম ওভার পর্যন্ত। তামিমের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৫৫ রান, ৫০ বলের মোকাবেলায়। মুশফিক হাঁকিয়েছেন ৬টি চার। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৫৭ বল ৪১ ও মোহাম্মদ মিঠুন ১৮ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন ডোনাল্ড টিরিপানো ও কার্ল মুম্বা।
জয়ের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে শুরুতেই হারিয়ে ফেলে ওপেনার রেগিস চাকাভাকে। সুবিধা করতে পারেননি ব্রেন্ডন টেলর ও অধিনায়ক শন উইলিয়ামসও। তবে ওয়েসলে মাধেভেরেকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে। ৭০ বলে ৫১ রান করে বিদায় নেন কামুনহুকামুয়ে।
এরপর সিকান্দার রাজাকে নিয়ে লড়াই চালয়ে যান মাধেভেরে। যদিও অর্ধ-শতক তোলার পর সাজঘরে ফেরেন মাধেভেরেও (৫৭ বলে ৫২)। দলীয় রান ২০০ পার হওয়ার পর রিচমন্ড মুতুম্বানিকে হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়ে অর্ধ-শতক হাঁকানো রাজাকেও (৫৭ বলে ৬৬) হারালে খেই হারায়। শেষদিকে টিনোটেন্ডা মুতমবদজি ও ডোনাল্ড টিরিপানোর প্রচেষ্টা পরাজয়ের ব্যবধান কমালেও দলকে জয় এনে দিতে পারেনি, যদিও বাংলাদেশের মনে ভীতির সঞ্চার করতে পেরেছিলেন সফলভাবেই।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩১৮ রান। মুতমবদজি ২১ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। ৫টি ছক্কা হাঁকানো টিরিপানো ২৮ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে টিরিপানোর মারকুটে ব্যাটিং জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা জাগালেও অল্পের জয় জয়বঞ্চিত থাকে সফরকারীরা। ৫০তম ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান, জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৫ রান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম তিনটি এবং মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় ওয়ানডে)
টস: বাংলাদেশ
বাংলাদেশ ৩২২/৮ (৫০ ওভার)
তামিম ১৫৮, মুশফিক ৫৫, রিয়াদ ৪১, মিঠুন ৩২*
টিরিপানো ৫৫/২, মুম্বা ৬৪/২
জিম্বাবুয়ে ৩১৮/৮ (৫০ ওভার)
রাজা ৬৬, টিরিপানো ৫৫*, মেধেভেরে ৫২, কামুনহুকামুয়ে ৫১
তাইজুল ৫২/৩, মিরাজ ২৫/১, মাশরাফি ৫২/১, শফিউল ৭৬/১, আল-আমিন ৮৫/১
ফল: বাংলাদেশ ৪ রানে জয়ী
সিরিজ: এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
Leave a Reply