ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার আকচায় জমি নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়।
সোমবার (২ মার্চ) আকচা কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটে অপর পক্ষের ৭ জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়।
প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ওই এলাকার আনোয়ার হোসেন (৩১) তার নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন একই গ্রামের খাদেমুল ইসলাম (৪৮) তার দলবল নিয়ে আনোয়ারের বাড়ি জবর দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে খাদেমুলসহ তার লোকজন আনোয়ায়ের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ৭/৮ জনকে মারপিট করে আহত করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply