আরব আমিরাত প্রতিনিধি : দেশের ভাবমূর্তি উজ্জলে কাজ করার আহব্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, প্রবাসে আপনারা শত কর্মব্যস্ততার মাঝেও দলের জন্য কাজ করে যাচ্ছেন।তাই দলের জন্য সবসময় কাজ করে যাবেন। দলের মধ্যে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই সংশোধন করে নিবেন।
তিনি বলেন,বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার নেই। দেশে চলছে একদলীয় শাসন। তাঁর বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। খুব শীঘ্রই জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে জানান তিনি।
সোমবার (২ মার্চ) শারজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখার প্রতিবাদে সারজার স্থানীয় একটি হোটেলে আয়েজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সংগঠনের প্রথম যুগ্ম সম্পাদক
প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
বিশেষ অতিথি ছিলেন- ইউ এ ই বিএনপির সাবেক আহবায়ক প্রকৌশলী সালাহ উদ্দিন, ইউ এ ই বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ছালাম তালুকদার, প্রথম সহ-সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী এনাম,সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব,সহ-সভাপতি মোহাম্মদ রফিক।
সূচনা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু। সঞ্চালনায় প্রথম যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলম।
বক্তব্য রাখেন ইউএই বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান,এস,এম ফারুক
,বেলাল উদ্দিন, নীলরতন দাস,এরশাদুল আলম,মোঃ ইউসুফ, সাইমুম রানা,নিজাম উদ্দিন, গাজী জাকের,শাহেদ আহম্মেদ রাসেল,মোঃ কয়েস,শারজাহ বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপি সভাপতি শাহিনুর শাহীন, দুবাই বিএনপির সভাপতি ফারুক মাহমুদ চৌদুরী সহ বিএনপি কেন্দ্রীয় ইউএই ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply