বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
বুধবার বিকালে নগরের ওয়াসা এলাকা থেকে মিছিল শুরু হয়ে কাজির দেউড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রিফাত হোসেন (সাকিল) এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আক্তার হোসেন (বাবলু), ফজলুল কাদের (রাজু), এম এ হাসান (বাপ্পা), রবিউল হাসান (বাবলু), মোঃ রিয়ারুজ রহমান (রিয়াজ) হেলাল তালুকদার (অনিক), আবু ইমরান (নোমান), রানা মির্জা, ইমরান হোসেন (বাপ্পি), আরিফফ হোসেন, আনিসুর রহমান, মোঃ সাজ্জাদ, আমিনুল ইসলাম, মোঃ বাবু, মোঃ সুজন, মোঃ জুয়েল, মোঃ সাগর।
সমাবেশ বক্তারা বলেন, আবরার ফাহাদ হত্যার মাধ্যেমে ছাত্রলীগ প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন।
Leave a Reply