বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
বুধবার বিকালে নগরের শহীদ লেইন এলাকা থেকে মিছিল শুরু হয়ে অলংকার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পি, আব্বাস রিপন,মাহামুদুল হাসান (রাজু),শাহাদাৎ হোসেন আকাশ, মিনহাজ উদ্দিন প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, আবরার ফাহাদ হত্যার মাধ্যেমে প্রমাণ হয়েছে এদেশে বাক স্বাধীনতা নেই। দেশের ছাত্র সমাজ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত। আবরার হত্যায় জড়িত সকলের দৃষ্টামূলক শাস্তি দাবি করেন বক্তাগণ।
Leave a Reply