পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের সেবা ও নিরাপত্তায় উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকত পর্যটকদের আকৃষ্ট করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন নতুন নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

সমুদ্র সৈকতসহ পুরো পর্যটন বিচরণ এলাকায় দেশি-বিদেশী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সেবা প্রদানের লক্ষে ইতিমধ্যে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মী ৪ জন এবং ২১ জন ফটোগ্রাফার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও সৈকতে চৌকি ও ছাতা ১০০টি, টয়লেট ৪টি, ওয়াশরুম ১টি ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ পুরো পারকী বীচ কে ঘিরে পর্যটকদের ভ্রমন নির্বিঘ্ন করতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সামশুল হক জানান, পারকি সমুদ্র সৈকতে যত্রতত্র দোকানপাঠ তৈরি করা যাবে না। উপজেলা প্রশাসন ডিজাইন করে লিজ দেয়া নির্ধারিত স্থানে দোকানপাঠ নির্মাণ করতে হবে। পারকি সৈকতকে সৌন্দর্য্যময় করতে স্থানীয় যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তাদের আচার আচরণে পর্যটকরা যাতে মনে কোন রকম কষ্ট না পায় সেদিকে সবাইকে সচেতন হতে
হবে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ জানান, পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান পর্যটন প্রতিযোগিতার বাজারে যে যত বেশি সেবা দিবে সে দিকেই পর্যটকরা ঝুঁকবে। সুতরাং সেবার মান নিশ্চিত করতে পারলে দেশি বিদেশী পর্যটকরা ভীড় জমাবে।

আনোয়ারা উপজেলা চেয়ারম্যান ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্ঠা তৌহিদুল হক চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রী পর্যটন শিল্পের বিকাশ নিশ্চিত করেছে। আনোয়ারার সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বে পারকি সৈকতকে ব্র্যান্ডিং পর্যটন সমুদ্র সৈকত করার জন্য সব কিছুু বাস্তবায়ন করা হবে।

ইতিমধ্যে পারকি সমুদ্র সৈকতে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে। পর্যটন কর্পোরেশনের ৬২ কোটি টাকার প্রকল্প বদলে দিবে সমুদ্র সৈকতের চেহারা। পর্যটকদের আকৃষ্ট করতে সুযোগ-সুবিধা দিতে হবে। শ্রদ্ধাবোধ ও সহনশীলতা ছাড়া পর্যটনের বিকাশ সম্ভব নয়। পর্যটন শিল্প বিকাশের জন্য সবাইকে পর্যটন বান্ধব হতে হবে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *