২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপূর এলাকায় আগুনে বসতঘরসহ ৩২টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৪ মার্চ) বিকাল পৌনে ৩টার সময় এলাকার জহুরলাল এর ভাড়াটিয়া হাসান এর তুলার গোডাউনে গ্যাসের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে ধারনা করা হচ্ছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টার সময় আমরা খবর পেয়ে বাড়বকুণ্ড অনন্তপূর গ্রাম এলাকায় ফারুক বড়ূয়ার বাড়ীতে ছুটে যায়। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে মৃত মনমোহন বড়ূয়ার সন্তান অশোক বড়ূয়ার বসত ঘরসহ জহুরলাল বড়ূয়া ও প্রিয়লাল বড়ূয়ার ৩২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনের ঘটনায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ বাড়বকুণ্ড অগ্নিকুণ্ডের পৌরহিত নির্মল ভট্টাচায্য এবারের শিব চতুদর্শী মেলায় দক্ষিনা ও জায়গা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা অপর দিকে মুদি দোকান দার শ্যামল চৌধুরীর ৫লক্ষ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন জানান, আগুনে ৩২টি টিন সেডের কাঁচাঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ লাক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাসের রান্নার চুলার আগুন থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছি।
Leave a Reply