ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম হত্যা এবং সেদেশের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশে সফরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমআর নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা ও ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মুসল্লিরা শহরের পৌর মিলনাতায় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন ।
এসময় সংগঠনটির জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ সারাফাত হোসেন, ইমাম ও উলামা পরিষদ জেলার সহ-সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমানসহ বক্তারা বলেন, মুজিববর্ষে সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে কোনভাবে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখতে চাই। ভারতে যেভাবে মুসলিমদের উপড় নির্যাতন ও হত্যা করা হচ্ছে তা কোন ভাবেই কাম্য নয়। এভাবে মুসলিমদের উপড় নির্যাতন চলমান থাকলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন তারা। তাই বাংলাদেশ সরকারের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান নেতারা।
Leave a Reply