কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ উপ পরিদর্শকদের (এসআই) উদ্দেশ্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এই মহানগরীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের আস্থা অর্জন ও খুশি করা। কাজের মাধ্যমে তোমাদেরকে আস্থা অর্জন করতে হবে। সর্বদাই তোমাদের আচরণ ভালো করতে হবে। তোমাদের আচরণই বাংলাদেশ পুলিশের সম্মান রক্ষা করবে।’

শনিবার (৭ মার্চ) রাজারবাগ পুলিশ লাইন্সে শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) ব্যাচ-৫ এর ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যোগদানকৃত সকলকে স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপিতে চাকরি করা গৌরবের, কারণ ডিএমপি বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট।

ওরিন্টেশন কোর্সের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সারদায় মূলত তোমাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি করা হয়েছে। আর এই ওরিয়েন্টেশন কোর্স আপনাদের বেসিক কাজ অর্থাৎ মামলা তদন্ত ও অপরাধীদের বিচারার্থে আদালতে প্রেরণ করার বাস্তবিক জ্ঞান অর্জন সম্পর্কে ধারণা দিবে।

ডিএমপি কমিশনার আরও বলেন- এই মহানগরীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের আস্থা অর্জন ও খুশি করা। কাজের মাধ্যমে তোমাদের আস্থা অর্জন করতে হবে। সর্বদাই তোমাদের আচরণ ভালো করতে হবে। তোমাদের আচরণই বাংলাদেশ পুলিশের সম্মান রক্ষা করবে।

তিনি বলেন, আমি যেহেতু জনগণের পুলিশ সুতরাং জনগণ যেন আমাকে ভালবাসে, বিশ্বাস করে সেইভাবে কাজ করতে হবে।

ডিএমপিতে যোগদানকৃত শিক্ষানবিশ এসআইদের মধ্যে ৫ম ব্যাচে ১৫০ জনকে ৬ দিনের এই ওরিয়েন্টেশন কোর্স করানো হবে। তারা দীর্ঘ এক বছর পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে ট্রেনিং শেষে ডিএমপিতে শিক্ষানবিশ এসআই হিসেবে যোগদান করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়সহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *