বোয়ালখালীতে ৮ ফার্মেসীকে জরিমানা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ধ্বংস

বোয়ালখালীতে

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৮ ফার্মেসীকে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ হাজার টাকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করেছেন আদালত।

সোমবার (৯ মার্চ) বোয়ালখালী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে এ আদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স বিহীন, ড্রাগিস্ট ও কেমিস্ট বিহীন বিভিন্ন ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ, ঔষধের স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করতে দেখা যায়। এছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় রাখার ঔষধ সংরক্ষণ না করে গুনগত মান নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও তা বিক্রয় করছিলো ফার্মেসীগুলো।বোয়ালখালীতে ফার্মেসীকে জরিমানা

ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ধারা ২৭ মোতাবেক পৌর এলাকার জব্বার মার্কেটের নিলু ফার্মেসীর লিটন মজুমদারকে ২৫ হাজার টাকা, মনোয়ারা ফার্মেসীর রঞ্জন ভট্টাচার্যকে ১০ হাজার টাকা, বাবুল দেকে ২৫ হাজার টাকা, হক ফার্মেসীর মো.ফরিদুল আলমকে ১৫ হাজার টাকা, শাহ আমানত মার্কেটের সিকদার ফার্মেসীর বাদল সিকদারকে ১৫ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীর লিটন কান্তি চৌধুরীকে ১৫ হাজার টাকা, গোমদণ্ডী ফুলতল এলাকার মেসার্স গ্রামীন ডি সি ফার্মেসী এর মুহা. জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার টাকা এবং গ্রামীন মেডিসিন কর্নারের সাইফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রায় ৫০ হাজার টাকার অবৈধ ঔষধ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় আদালতকে সহযোগীতা করেন ঔষধ প্রশাসন চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন এম ইমরান ও বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *