২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় রাউজানের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ১০ মার্চ রাত আনুমানিক পৌণে দশটার দিকে নগরীর চান্দগাঁও এলাকায় ভিক্টোরিয়া পার্ক এর সামনের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শাফক্বাত (১২) রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান্দেঁর দীঘির পাড়স্থ শেখ মনছুর আলীর বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবু ছৈয়দের পুত্র।
নিহত শাফক্বাতের জ্যাটা আবু তাহের বলেন, মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন ভিক্টোরিয়া পার্কে তাদের এক ভাাতিজীর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারের সবাই অংশ নেয়। বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে সড়কের বিপরীত অংশে একটি ডিপার্টমেন্টাল স্টোর হতে চিপস কেনার জন্য পরিবারের আরো দুই সদস্যের সাথে বের হয়।
ফেরার পথে শাফক্বাতের সাথে থাকা দুইজন সড়ক পাড় হয়ে ফিরলেও শাফক্বাত চলন্ত একটি ট্রাক ছুটে আসতে দেখে সড়কের ডিভাইডার অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় চলন্ত ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাফক্কাত।
দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান নিহতদের পরিবারের সদস্যরা। তাদের গগণবিদারী আহাজারিতে সেখানেই এক হৃদয় বিদারক দৃশ্যের অবদাড়ণা হয়।
রাতেই নগরীর চান্দগাঁও থানা পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাক চালক ঘটনার সাথে সাথেই পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে রাতেই চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
১১ মার্চ সকাল সাড়ে এগারটার দিকে নিহতের নামাজে জানাজা এলাকার চান্দ মোল্লা জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাফক্বাত তার পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। নগরীর অক্সিজেন এলাকায় বাসা নিয়ে তার পরিবার থাকতো। স্থানীয় একটি মাদ্রাসায় ষষ্ট শ্রেণীতে অধ্যায়নরত ছিল সে।
Leave a Reply