চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর আসন্ন নির্বাচনে ১৩নং ওয়ার্ডে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভিপি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী লাটিম মার্কায় বুধবার (১১ মার্চ) ব্যাপক গণসংযোগ করেন।
উক্ত ওয়ার্ডের ওয়ার্লেস সেগুন বাগান এলাকার বিভিন অলিগলি ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে লাটিম মার্কায় ভোট এবং দোয়া কামনা করেন ভিপি ওয়াসিম।
তিনি নির্বাচনে জয়ী হলে ১৩নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার ঘোষণা দেন। এছাড়া সুপেয় পানির সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন লাটিম মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তফা কামাল আক্তার, যুগ্ম আহবায়ক এয়াকুব মজুমদার, মোঃ আবুল হাসেম শাহ,মোহাম্মদ নাছির,মোঃ জসিম উদ্দিন, মোঃ খালেদ মোশাররফ রকেট,মোঃ হায়দার আলী,সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক সহ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার মুরুব্বীগণ।
Leave a Reply