আবরার হত্যার বিচার দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা

-1

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার এবং ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে। এ চুক্তি বাতিল ও চুক্তির প্রতিবাদ করায় ছাত্রলীগের হাতে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে।’

এর (ভারতের সঙ্গে চুক্তি ও আবরার হত্যা) প্রতিবাদে আগামী ১২ অক্টোবর ঢাকাসহ সারা দেশের মহানগরে জনসভা করবে বিএনপি। একই দাবিতে ১৩ অক্টোবর সারা দেশের জেলা শহরগুলোতে জনসভা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *