ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি। তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন স্বাস্থ্য পরীক্ষার পর এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বেলা তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ।
এদিকে, করোনাভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত দেশ ইতালি থেকে দুই ধাপে বাংলাদেশে ফিরেছেন ১৪২ ও ৩৪ জন।
Leave a Reply