সেই ‘রাজকুমারের’ পাশে পুলিশ সুপার

দিনাজপুরের বিরামপুরে ঢাকা মেডিকেল কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী অসহায় রাজকুমারকে একটি পাকা দোকান ঘর ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে পৌর শহরের ঘাটপাড়ে তার হাতে অনুদানের টাকা তুলে দেন তিনি।

উল্লেখ্য বিরামপুর পৌর শহরের ঘাটপাড় মহল্লার রাজ কুমার শীল ঢাকা মেডিকেল কলেজের ৪০ তম ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন। তিনি ছাত্র থাকা অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় ডাক্তারী পড়া শেষ করতে পারেননি।

বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ সংক্রান্ত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে পড়লে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন পরিবারটিকে সহায়তার হাত বাড়ান।

তারই প্রেক্ষিতে রাজকুমার শীলের বসত বাড়ীর সাথে একটি পাকা দোকান ঘর এবং দোকানের মালামাল ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন। পুলিশ সুপারের পক্ষ থেকে এমন সহায়তা পেয়ে পরিবারের লোকজন আবেগে আপ্লুত হয়ে পড়েন রাজকুমার।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাফিজুর রহমান, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *