৩০ টাকা চুরির অপবাদ : সীতাকুণ্ডে শিক্ষিকার হাতে পিঠুনি খেয়ে হাসপাতালে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

৩০ টাকা চুরির অপবাদ সীতাকুণ্ডে শিক্ষিকার হাতে পিঠুনি খেয়ে হাসপাতালে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : টাকা চুরির অপবাদে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। শানজিদা আক্তার নামে ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।

সোমবার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী শানজিদা আক্তারের বিরুদ্ধে একই ক্লাসের অপর এক ছাত্রীর কাছ থেকে তিরিশ টাকা চুরির অভিযোগ উঠে।

চুরির অভিযোগ তুলে স্কুলের শিক্ষিকা শাহানাজ পারভিন শানজিদাকে বেধরক মারধর করেন। পরে শিক্ষার্থীর বাবা মো. খোরশেদ আলম তার মেয়েকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এই বিষয়ে শিক্ষার্থীর পিতা মো. খোরশেদ আলম এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, স্কুলে আমার মেয়েকে ত্রিশ টাকা চুরি অভিযোগ এনে বেধড়ক মারেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভিন। পিঠিয়ে জোরপূর্বক টাকা চুরির শিকারোক্তি আদায় করেন আমার মেয়ের কাছ থেকে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় বিদ্যালয়ের কারো সাথে যোগাযোগ করতে পারিনি।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে টাকা চুরির অভিযোগ এসেছে। তার পরিপেক্ষিতে তার কাছে থেকে শিক্ষিকা বিষয়টি জানতে চেয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার মো. মামুন এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান বিষয়টি সর্ম্পকে তিনি অবগত নন। অভিযোগ পেলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *