স্ত্রীর নামে জমি কিনে অট্টালিকা: খুব সৎ অফিসার, ঠিক কিনা?

সাজেদ রহমান : দেশের আলোচিত আরডিসি যশোরের মণিরামপুরের কাশীপুর গ্রামের নাজিম উদ্দীন। মনিরামপুর পৌর এলাকার গাংড়া মৌজায় তার শ্বশুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অব.) আব্দুর রাজ্জাকের নামে ৪৬ লাখ টাকায় ১৪.৬৯ শতক জমি কিনেছেন।

জমির মালিক আকবর আলী জানান, স্থানীয় মোসলেম উদ্দীনের মধ্যস্থায় ৪৬ লাখ টাকায় তিনি ওই জমি বিক্রি করেন। যা আব্দুর রাজ্জাকের জামাই ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন কিনেছেন। কিন্তু দলিল করা হয় নাজিম উদ্দীনের শ্বশুর আব্দুর রাজ্জাকের নামে।

এছাড়া মনিরামপুর মৌজায় ৮ শতক জমি ১৩ লাখ কেনা হয়েছে। যা নাজিম উদ্দীনের স্ত্রী সাবরিনা সুলতানার নামে রেজিস্ট্রি হলেও সেখানে স্বামীর নাম বাদ দিয়ে বাবা আব্দুর রাজ্জাকের নাম দেওয়া হয়েছে। এই জমির উপর নির্মাণ করা হচ্ছে ৫-তলা বিশিষ্ট বিশাল অট্টালিকা। ইতোমধ্যে যার ৪-তলা সম্পন্ন হয়েছে। খুব সৎ অফিসার। ঠিক কিনা?

(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : গণমাধ্যমকর্মী

https://m.facebook.com/story.php?story_fbid=10222754933170627&id=1493792171

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *