২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মো. ফরিদ আহম্মেদ (৬৫) নামে এক বৃদ্ধ।
আজ ১৭ মার্চ মঙ্গলবার সকাল সোয়া ১০টার সময় মদুনাঘাট এলাকায় সড়ক পার হতে গেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা লেগে বৃদ্ধটির মৃত্যু হয়। নিহত ফরিদ ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার। তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ফরিদ নামে এক বৃদ্ধকে চমেকে আনা হয়।
বৃদ্ধটিকে হাসপাতালের ২৮ নং নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক। একইদিন সকাল ১১টার দিকে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
২৪ ঘন্টা/ আর এস পি..
Leave a Reply