করোনা সন্দেহে সংসদ থেকে বের করে দেওয়া হল দুই এমপিকে!

করোনা আতঙ্কে এবার কেনিয়ায় পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে আদানান কেইনানা এবং নাওমি রানমি সাবান নামে দুই সাংসদকে। এই দুজনের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে অধিবেশন চলাকালে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়।

কেনিয়ার জাতীয় সংসদের স্পিকার আইনসভার অধিবেশন জানান, দুই সংসদ সদস্য সবেমাত্র বিদেশ থেকে দেশে এসেছেন এবং এতে করে তারা ২০০ জনেরও বেশি মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছেন। স্পিকারসহ বাকি এমপিরাও এই বিষয়ে সম্মতি জানিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার কেনিয়ায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই রোগী ছিলেন লন্ডন ফেরত।

চারদিনের ব্যবধানে দেশটিতে চারজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *