চট্টগ্রামে ৫০০ শয্যার রেলওয়ে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের জায়গায় ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সাথে বাংলাদেশ রেলওয়ে ও ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় নুরুল ইসলাম সুজন বলেন, এই হাসপাতালটিতে যেনো সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করা যায় সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের ব্যবস্থা আছে কিন্তু সাধারণ মানুষের জন্য সুযোগটা সেই অর্থে নেই।

মন্ত্রী বলেন, রেল বিভাগ একসময় আস্তে আস্তে রুগ্ন অবস্থায় পৌঁছে গিয়েছিল সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিভাগটি আবার ঢেলে সাজিয়েছে। এরই মধ্যে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আমাদের রেলওয়ে পুলিশ আছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা আছে যা অন্য কোনো মন্ত্রণালয়ের নেই।

এ সময় রেলপথ মন্ত্রী হাসপাতালটির নাম রেলওয়ে ইউনাইটেড হাসপাতাল রাখার প্রস্তাব করেন।

৫০০ বেড এবং ১০০ সিট বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি চট্টগ্রাম সেন্ট্রাল রেলওয়ে ভবনে নির্মাণ করা হবে। এতে বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচিব আল কামাল সিদ্দিকীসহ অনেকেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *