বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার দাবী রাউজানের সাংসদপুত্র ফারাজের

রাউজানের সাংসদ পুত্র ফারাজ করিম

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নয়, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছেন তিনি।

বিগত কয়েকদিন পূর্বে করোনা ভাইরাস নিয়ে ‘‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন’ স্হগিত রাখার যৌক্তিক দাবী তুলে ধরে একটি স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী। যা বৃহত্তর চট্টগ্রামে সাড়া জাগিয়েছিল।

এবার সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়েই আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হলেন সময়ের আলোচিত এই সমাজ কর্মী। এবার দেশের সকল পর্যটন কেন্দ্র আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানিয়েছেন তিনি।

নিচে ফারাজ করিম চৌধুরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ দেওয়া হল। আর স্কুল বন্ধের কারণে এখন সবাই ফ্যামেলী নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছে, যা আমাদের সকলের জন্য বিপদজনক। আপনাদের সহযোগিতা ছাড়া সচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। একইভাবে আপনাদের সহযোগিতা ছাড়া প্রশাসনের উপর চাপ সৃষ্টি করাও সম্ভব নয়।

আগামী সপ্তাহ থেকে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হোক। যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন, তবে অবশ্যই এই স্ট্যাটাসটি শেয়ার করবেন।’’

২৪ ঘন্টা/নেজাম রানা/আর এসপি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *