পটিয়ায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় সৌদি প্রবাসীকে জরিমানা

কোয়ারেন্টাইনে না থাকায় পটিয়া প্রবাসীকে জরিমানা

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য সরকারি নির্দেশনা মেনে না চলার অপরাধে এক সৌদি প্রবাসীকে জরিমানা করেছে পটিয়া উপজেলা প্রশাসন।

আজ ১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি থেকে আগত ওই প্রবাসীকে ৭ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

তিনি বলেন, ওই প্রবাসী গত ১৫ মার্চ সৌদি থেকে দেশে ফিরে নিজের বাড়ি পটিয়াতে এসে অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি নির্দেশনা উপক্ষো করে ঘরের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানা পুলিশের সহযোগীতা নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিশ্ব মহামারী আকারে রুপ নেওয়া করোনা ভাইরাস মোকাবেলায় পটিয়ার পৌরসভার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

২৪ ঘন্টা/সঞ্জয়/আরএসপি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *