২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে করোনা ভাইরাস থেকে রক্ষায় সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলার পরিবেশবাদী সংগঠন ইকো লাভ।
রাউজানের বিভিন্ন জনগুরুত্বপুর্ণ স্থানগুলোতে সংগঠনটির সদস্যদের হাতে তৈরীকৃত বেসিন বসানোর কাজ শুরু করেছে এ সংগঠনের সদস্যরা। ইতিমধ্যেই প্রথম বেসিনটি স্থাপন করা হয়েছে মুন্সিরঘাটাস্থ রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের পাশে।
আজ শনিবার ২১ মার্চ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ এবং বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য সুমন দে।
এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি. ইকো লাভ এর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ ওমর, মোঃ হামিদ, মির্জা ফাহিমুৃল ইসলাম, নাহিয়ান, সাকিবুল আনোয়ার, মোঃ রিয়াদ। উদ্বোধনের পর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভালো একটি কাজের অংশীদার হতে পেরে সংগঠনের সকলেই বেশ গর্বিত। রাউজানের সাংসদপুত্র, তরুণ সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় এই উদ্যোগ রাউজানের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে।
রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, পরিবেশবাদী সংগঠন ইকো লাভ আজকে যে আয়োজনটি করেছে নিঃসন্দেহে এটি মানবিক কাজের একটি অংশ।
সংগঠনের সদস্যরা নিজেরাই তৈরী করে বেসিনগুলো রাউজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসাবে যাতে করে সাধারণ মানুষ এর সুফল পায়। আমি এই আয়োজনের সাথে অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
২৪ ঘন্টা/ নেজাম রানা/ আর এস পি
Leave a Reply