পটিয়ায় জনস্বার্থে সারাদিন মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা আদায়

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল, মুন্সেফ বাজার, বাসস্ট্যান্ড বৈলতলী রোড এলাকায় রোববার (২২ মার্চ) সারাদিন মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পাইকারী ও খুচরা চাউলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অধিক মূল্যে বিক্রয়, চাউলের আরতে বিক্রয় ভাউচারের মূল্যে গড়মিল থাকায় ও মূল্যে তালিকায় অধিক মূল্যে থাকার অপরাধে সোনালী রাইচ মিলের মালিক মোঃ জসীম উদ্দিনকে ১ লক্ষ টাকা, আলম স্টোর এর মালিক দিদারুল আলমকে ৫ হাজার টাকা, খাজা স্টোর এর মালিক ফজল আহমদকে ৭ হাজার টাকা, ইদ্রিস এন্ড সন্স এর মালিক ইদ্রিস সওদাগরকে ৫ হাজার টাকা, মদিনা স্টোরের মালিক মোঃ নাজিম উদ্দিনকে ৭ হাজার টাকা, ইসলাম ট্রেডার্স এর মালিক নুরুল ইসলাম সওদাগরকে ১০ হাজার টাকাসহ লাইসেন্সবিহীন নোংরা পরিবেশ এবং অপরিচ্ছন্ন অবস্থায় খাবার সামগ্রী তৈরি করার অপরাধে গোল্ডেন হোটেলের মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা, সর্বমোট ০৭ টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৮৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, পটিয়াতে দ্রব্যমূল্যর দাম বেশি নিলে অভিযোগ ফেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *