২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : কানাডা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন লোক।
প্রতিরোধে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশের সকল জনগণকে অনুরোধ জানিয়েছিলেন। এমনকি জনগণের সকল দায়-দায়িত্বও সরকার নেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
কিন্তু কিছু কিছু জনগণ সরকারের নির্দেশনা ও পরামর্শ উপেক্ষা করে এখনো ঘরের বাইরে অবাদ বিচরণ করায় সোমবার অটোয়াতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বিরক্ত প্রকাশ করেন। বলেন, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে) ঘরে যান এবং সেখানেই অবস্থান করুন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে ভাবেই হোক আমরা মানুষের ঘরে থাকা নিশ্চিত করব। হয় মানুষকে সচেতন করে, না হয় বলপ্রয়োগ করা হবে। কেউ সেটা ঠেকাতে পারবে না।
যারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন না তাদেরকে সাবধান করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি এ পরামর্শ এড়িয়ে যান, মানুষের সাথে মিশেন কিংবা জনসমাগমপূর্ণ স্থানে যান তাহলে আপনি শুধু নিজেদেরই যে ঝুঁকিতে ফেলছেন তা নয়, অন্যদেরও ঝুঁকিতে ফেলছেন।
উল্লেখ্য : কানাডায় এখন পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪শ ৩২ জন। এর মধ্যে মারা গেছে ২০ জন।
২৪ ঘন্টা/আর এস পি
Leave a Reply