নিমতলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক, ট্রাক জব্দ

নিমতলা বিশ্বরোড থেকে ইয়াবাসহ দুজন আটক

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৭শ ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব।

আজ ২৪ মার্চ মঙ্গলবার ভোর সোয়া ৪টার সময় গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া মেট্টো-ট-১১-২৪১৭) জব্দ করার তথ্য দিয়েছে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়িরা হলেন, বগুরা জেলার শিবগঞ্জ দাইমুল্ল্যা গ্রামের মো. দিলবরের ছেলে মো. বাছের (২৭) ও একই গ্রামের মৃত শাহাজাহানের ছেলে মো. শাফায়েত।

তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মো. মাহমুদুল হাসান মামুন জানায়, দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে আটককৃতরা ইয়াবা পাচারে জড়িত ছিলেন। গোপন সূত্রের খবরে মঙ্গলবার ভোরে নগরীর নিমতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশী করলে জব্দকৃত ট্রাকের ড্রাইভিং সিটের নিচে সুকৌশালে লুকানো ৬ হাজার ৭শত ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে ইয়াবাগুলো পরিবহণের দায়ে দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা জানিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই মাদক ব্যবসায়িসহ উদ্ধারকৃত ইয়াবাগুলো নগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘন্টা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *