বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬২ জনের শরীরে করেনার অস্তিত্ব পাওয়া গেছে। আর মারা গেছেন ৯ জন। সব মিলিয়ে ১ হাজার ৩৬ জন মারা গেলেন যুক্তরাষ্ট্রে।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৮ হাজার ৫৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২৮ জন। ১ হাজার ৪৫৫ জন গুরুতর অবস্থায় আছেন।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৪৪ জন। আর মারা গেছেন ২১ হাজার ৫২৪ জন। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে ফিরেছেন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে ৮১ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৩ হাজার ২৮৭ জন। তবে মৃত্যুর দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে ৭ হাজার ৫০৩ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন।
মৃত্যুর দিক দিয়ে চীনকে ছাড়িয়ে দ্বিতীয় দেশ এখন স্পেন। দেশটিতে ৩ হাজার ৬৪৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫১৫ জন।
এদিকে বৃহস্পতিবার আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন।
Leave a Reply