আরব আমিরাত প্রতিনিধি : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আমিরাত থেকে ঢাকাগামী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাস এর কারণে বিশ্বের অনেক দেশই আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে আছে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ফ্লাইট স্থগিত করা হচ্ছে। একই কারণে বিমান বাংলাদেশ ইয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে।
বিমান বাংলাদেশের ম্যানেজার দিলিপ কুমার চৌধুরী প্রতিবেককে জানান, ‘করোনা পরিস্থিতিতে পুরো পৃথিবী জুড়েই বিমানের ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও নিষেধাজ্ঞার কারণে কমেছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে যেসব আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে গেছে সেগুলো আরও কিছু দিন বন্ধ থাকবে।
তিনি জানান, প্রথমে আবুধাবি-ঢাকা, দুবাই-ঢাকা ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করলেও এখন তা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,’ এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট ছিল তারা আগামী এক বছরের মধ্যে যাতায়াত করতে পারবেন। এতে কোন প্রকারের জরিমানা বা আলাদা ফি লাগবে না। এমনকি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পূর্বের বুকিং করা নিয়মেই দেশে যাতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘দুবাইস্থ বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রবিবার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।’
Leave a Reply