মাইজভাণ্ডারী ওরশের হাদিয়া, নজরানার টাকা কর্মহীন মানুষের মাঝে বিতরণ

মাইজভাণ্ডারী

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা ২- এর আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতাধিক ছিন্নমূল-কর্মহীন শ্রমজীবী মানুষকে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৩০মার্চ সোমবার দুপুরে চিকদাইর ৫নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২-এর সাবেক সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক, প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্জাহান, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য মোদ্দাচ্ছের হায়দর, ইলিয়াছ মেম্বার।

এছাড়া সংগঠনের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম, নুরুল ইসলাম,মহিউদ্দিন, আমিন, মান্নান, জয়নাল আবেদীন, বাবপু, মানিক, সাঈদ, আরিফ, রাসেল, সাহিন ,হেলাল প্রমুখ।

সংগঠনের কর্মকর্তারা জানান, হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) নির্দেশক্রমে মহান ২২ চৈত্র বাবা ভাণ্ডারী ওরশ শরীফের হাদিয়া, নজরানার টাকা ইতিমধ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।

২৪ ঘন্টা/নুর মোহাম্মদ রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *