লালখান বাজার ও রামপুরায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবদল

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে লকডাউন পদ্ধতির সঠিক অনুসরণে করতে গিয়ে নগরীর দৈনিক আয়ের উপর নির্ভরশীল কর্মহীন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ, জীবাণু নাশক ঔষধ ছিটানো, মাস্ক বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির নেতৃত্বে আজ তৃতীয় দিনের মতো নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে লালখান বাজার এলাকায় ১৫০জন‌ অসহায় পরিবার ও ২৫ নং রামপুর ওয়ার্ড যুবদলের উদ্যোগে রামপুর এলাকায় অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও দ্বিপ্তী করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণু নাশক ঔষধ ছিটানো এবং জনসাধারণের প্রতি সংক্রমণ রোধে সবাইকে নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়ে দেশের এই পরিস্থিতিতে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

উক্ত কর্মসূচিতে হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি আজমুল‌ হুদা রিংকু, এম এ গফুর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিল্টন, মোঃ জাবেদ, নাছির উদ্দিন পিন্টু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক আলমগীর হোসেন বাদশা, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *