দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু,নতুন আক্রান্ত ৩

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬জনে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৩ ব্যক্তি। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

বাংলাদেশে এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

এ পর্যন্ত মোট ২৯৫ জনকে আইসোলেশনেও আওতায় আনা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *