সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল গেইট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪শ ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এসময় ২ যুবককে আটক করা হয়।
শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার উত্তর ছলিমপুরের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. ইকবাল (৪০) ও ফৌজদারহাট ফকিরের বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে মো. মুসলিম প্রকাশ মুছা (৩০)।
পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে সীতাকু- মডেল থানার এসআই আলিম ও এএস সেলিম এর নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ফৌজদারহাটস্থ জলিল এলাকার একটি ঘর থেকে ৪শ ১০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। এসময় দুই যুবককে আটক করা হয়।
Leave a Reply