করোনা : মৃতের সংখ্যা বিশ্বে ৪৫ হাজার,ইউরোপে ৩০ হাজার ছাড়িয়েছে

করোনা ভাইরাস

২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে পুরো বিশ্বজুড়ে। এর মধ্যে শুধুমাত্র ইউরোপেই ৩০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। 

মঙ্গলবার রাত পর্যন্ত মোট আক্রান্তের খবর পাওয়া গেছে ৯ লাখ ৩ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪১ জন। আর মারা গেছেন ৩ হাজার ১৮ জন। এপ্রিলের প্রথম দিন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৫ হাজার ২৪৫ জনের।

শুধুমাত্র স্পেন ও ইটালিতেই মারা গেছে মোট ২২ হাজারের বেশি মানুষ।

চীন ও ইরানের পর করোনাভাইরাস মূল আঘাতটি হানে ইতালিতে। ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৭২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। তবে নতুন আক্রান্তের হার কিছুটা কমেছে।

অন্যদিকে করোনা ভাইরাসের কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমশ স্পেনের দিকে যাচ্ছে। স্পেন এখন বিশ্বের তৃতীয় দেশ যেখানে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস আপডেট বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩ জন। আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরছেন ২২ হাজার ৬৪৭ জন।

এদিকে করোনা রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ২ লাখ ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে যোগ হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন।

ইউরোপের দেশ যুক্তরাজ্যেও ব্যাপকহারে বাড়ছে করোনায় মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৩ জন। সব মিলয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। ব্রিটেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন।

তবে করোনার প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে মৃতের সংখ্যা একেবারেই কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে ৩ হাজার ৩১২ জন।

২৪ ঘণ্টা/আরএসপি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *