ফটিকছড়ি প্রতিনিধি : বার বার সাবধানতা অবলম্বন করে ঘরে থাকার নির্দেশ দেয়ার পরও মানুষ তা না মানছে না। বাজার করতে এসে নিরাপদ দূরত্বের তোয়াক্কা করছেন না। কেউ কেউ আবার মাস্ক বা হাতে গ্লাভস না পড়েই আসছেন। তাই কাল থেকে আরো কঠোর হওয়ার সীদ্ধান্ত নিয়েছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, কাল থেকে বিকাল ৩ টার পর যাকেই বাইরে পাওয়া যাবে (বিশেষ জরুরী কাজ ব্যতিত) তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকাল ৩ টার পর ঔষধের দোকান ব্যতিত সকল দোকান বন্ধ রাখতে হবে। উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কোন ত্রাণ বিতরণ করা যাবেনা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply