সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পাহাড়ে বসবাসরত ত্রিপুরা পাড়ার ২২৮ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার উপজেলার কুমিরা ইউনিয়নের পাহাড়ে বসবাসরত একশত পরিবারের মাঝে শুকনাে খাবার দেয়া হয়।
এরপর বৃহস্পতিবার পৌরসভার ৪৫ পরিবার, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭৫ পরিবার এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮টি ত্রিপুরা পরিবারের মাঝে দূর্যোগকালীন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
সোনাইছড়িস্থ ফুলতলা ত্রিপুরা পাড়ায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, সীতাকুণ্ড পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি রনজিৎ সাহাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply