কর্মহীন মানুষদের জন্য সহায়তা চেয়ে নীলফামারী জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি

নীলফামারী প্রতিনিধি॥করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অতি দরিদ্র,দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য খাদ্য সহায়তা চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নীলফামারী জেলা প্রশাসক।

বৃহস্পতিবার(৩ এপ্রিল) জেলা প্রশাসন নীলফামারী এর ফেসবুক পেইজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬মার্চ থেকে হাসপাতাল, কাঁচাবাজার, খাবার এবং ঔষুধের দোকান ছাড়া সকল দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন অতি দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর মানুষ। এদের মধ্যে রয়েছেন রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহণ শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, বাদাম বিক্রেতা, হকার, ফেরিওয়ালা, কুলি, মুচি, গরীব চায়ের দোকানদার।

জলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকার সব সময় পাশে রয়েছে মানুষের। সব রকম সাহায্য সহযোগীতাও করছেন। এর মাঝেও মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে। বিত্তবানরা যাদের সামর্থ্য রয়েছে তারা এ সময়ে এগিয়ে আসলে আরো বেশি সহায়তা পাবেন কর্মহীন এসব মানুষেরা। এদিকে দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে সরকারী ভাবে জেলায় ১২লাখ টাকা এবং তিনশত মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

এসবের মধ্যে ২৫৮মেট্রিক টন চাল ও ১১লাখ টাকা উপ-বরাদ্দ দেয়া হয়েছে ছয় উপজেলা এবং চারটি পৌরসভায়। উত্তোলনের পর দ্রুত বিতরণ শুরু করবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *