চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম বলেছেন, করোনা ভাইরাস মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের ঝুঁকির কারণে সরকার সবকিছু বন্ধ ঘোষণা করেছে। ফলে গরীব অসহায়, দিন মজুর, ছিন্নমূল মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। তাদের পাশে দাঁড়ানোই মানবিকতা।
এই অবস্থায় চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেনের পক্ষে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকালে নগরীর প্রবর্তক মোড়স্থ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সবানসহ নিত্যপ্রয়োজনীয় বিতরণকালে এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর একান্ত সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ), ছাত্রনেতা আরিফ উদ্দিন রুবেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে বিকাল ৩ টায় ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গরীব অসহায়, দিন মজুর, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও আজ বাদে জুমা শেষে নগরীর বিভিন্ন মসজিদের মুসল্লীদের মাস্ক ও করোনা সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply