দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী (ক:) সাজ্জাদানাশীন রাহবারে আলম শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ক:)’র নির্দশনা মোতাবেক দক্ষিণ ধর্মপুর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দক্ষিণ ধর্মপুর শাখার ব্যবস্থাপনায়, মহান ২২ চৈত্র গাউসুল আজম বিল বেরাসত ইউসুফে সানী শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের হাদিয়া স্থানীয় দূর্যোগ প্রশমনে এলাকার
অসহায় দরিদ্র পরিবারের মাঝে (চাল,ডাল,ময়দা তৈল,আলু,লবন পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ছে।
শুক্রবার (৩ এপ্রিল) বাদে মাগরিব মুহাম্মদ মজাহারুল ইসলাম রিয়াদের পরিচালনায় ও শাখার সভাপতি ব্যাংকার জাহেদুল আলম জাহেদের সভাপতিত্বে এান বিতরণে উপস্তিত ছিলেন শাখার প্রধান উপদেষ্টা জনাব ফজল করিম মৌলনা কুতুব উদ্দীন রেজভী, সাধারণ সম্পাদক মাসুদ মৌলনা শহিদ আযম, মৌলনা ইকবাল শায়ের, সৈয়দ জিয়াউদ্দীন ইব্রাহিম হোসেন ও মুহাম্মদ রিয়াজ প্রমুখ।
মিলাদ কিয়াম ও করোনা ভাইরাস থেকে দেশ ও প্রবাসীদের রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন দক্ষিণ ধর্মপুর শাহী জামে মসজিদে পেশ ইমাম মৌলনা আব্দুল মন্নান আনছারি।
পরে এলাকার ২৯টি গরিব অসহায় পরিবারদের ঘরে ঘরে গিয়ে রাতে আধাঁরে এান পৌছে দেওয়া হয় ।
Leave a Reply