২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা মোকাবেলায় ফটিকছড়িতে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
বিকেল ৩টার পর সকল দোকানপাট বন্ধ ঘোষণার পর উপজেলাজুড়ে চলছে প্রশাসনের কড়া অভিযান। অবৈধ যানবাহন ও লাইসেন্স পরীক্ষা করছেন উপজেলার বিভিন্ন স্হানে।
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকলে আটক করা হচ্ছে যানবাহন। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান।
এদিকে, অভিযান শুরুর প্রথম দিনেই কাগজপত্র ও নম্বরবিহীন ৯টি মোটর সাইকেল জব্দ করার পাশাপাশি বাইক আরোহীকে জরিমানা করা হয়েছে।
এ ব্যপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, শনিবারের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ টি মোটরসাইকেল জব্দ করে ফটিকছড়ি থানায় দেয়া হয়েছে।
তাছাড়া একটি মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান প্রতিদিন চলমান থাকবে বলে তিনি জানান।
২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/ আর এস পি
Leave a Reply