৫ দিনে তিন হাজার ভাসমান মানুষকে খাবার দিল মানবিক সংগঠন ‘মুসাফির’

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই মর্মবাণীকে বুকে ধারণ করে ৫ দিন ব্যাপী ভাসমান ও খেটে খাওয়া কর্মহীন তিন হাজার মানুষদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছে আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন ‘মুসাফির’।

রোববার (৫ এপ্রিল) রাতে পঞ্চম দিনের মতো নগরির চকবাজার এলাকায় খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নিবার্হী সদস্য রুবেল খান, সিনিয়র সাংবাদিক পারভেজ ফারুকী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য ও মুুসাফিরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ মহরম হোসাইন, সদস্য সুজিত বিশ্বাস, মো. জনিসহ মুসাফিরের সদস্যরা।

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত একটানা ১৭ দিন ছুটিতে উপার্জন না হওয়ায় কর্মহীন ও ভাসমান মানুষদের মাঝে গত ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিন হাজার মানুষদের মাঝে রান্না করা তৈরী খাবার বিতরণ করা হয়।

গত ১ এপ্রিল ৫ দিন ব্যাপী রান্না করা খাবার বিতরণ কর্মসূচির শুভসূচনা করেন কাউন্সিলর জহরলাল হাজারী।

খাবার বিতরণের কমসূচির সমাপ্তিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন বলেন, আমাদের সাধ্যমত আমরা করোনার মহামারিতে কর্মহীন ও ভাসমান মানুষের পাশে দাড়িয়েছি। আমরা ৫ দিনে তিন হাজার ভাসমান মানুষের মুখে অন্ন তুলে দিতে পেরেছি তার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেইসাথে আশাকরি সামর্থ্যবানরা যেযার অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় কোন মানুষ অভূক্ত অবস্থায় ঘুমাতে হবে না।

অর্থের জোগান হলে আবারও অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *