টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের গর্ভবতী এক মা এবং তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা (৪)।
শনিবার দিনগত রাত ১২টার দিকে পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাকী বেগম টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী ও তার মেয়ে আলিফা। স্বামী আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসার করেন।
টাঙ্গাইল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, দিবাগত রাত ১২টার দিকে স্বামী আল-আমিন বাড়ি ফিরে দেখেন ঘরে স্ত্রী ও তার মেয়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশে খবর দেয়া হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যটাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।
Leave a Reply