লক্ষ্মীপুরে খোলা বাজারে চাল ক্রয়ে মধ্যবিত্তরাও!

লক্ষ্মীপুর প্রতিনিধি:::লক্ষ্মীপুরে খোলা বাজারে চাল ক্রয়ে মধ্যবিত্তরাও! ১০ টাকার চাল বিক্রি শুরু হয়েছে।নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ছুটির মধ্যে কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তার জন্য লক্ষ্মীপুর পৌরসভায় ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এতে নিম্নআয়ের মানুষের সাথে মধ্যবিত্তরাও যোগ দিয়ে চাল ক্রয় করতে দেখা যায়।

সোমবার বিকেলে সামাজিক নিরাপত্তা রেখা টেনে চাল বিক্রি কার্যক্রমের প্রস্তুতি নিতে দেখা গেছে ডিলারদের। শহরের বালিকা বিদ্যা নিকেতন মাঠে নির্দিষ্ট দূরত্ব রেখা টানেন ওএমএস ডিলার বেল্লাল ক্বারী।

বেল্লাল ক্বারী জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে একজন ভোক্তা সপ্তাহে একবার ৫ কেজি চাল কিনতে পারবেন। আমরা সপ্তাহে তিন দিন এ কার্যক্রম চালু রাখবো। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওএমএস এর ডিলারদের নিকট থেকে প্রতিজন ভোক্তা এ সেবা পাবেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাল বিক্রি চলবে। চাল বিক্রির সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *