২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের পর করোনার মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৫৫ জন মারা গেছেন।
এর মধ্যে এক নারীসহ ৮ জন বাংলাদেশি প্রাণ হারায়েছেন। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বিশ্বখ্যাত ওয়ার্ল্ডোওমিটার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩৩১ জন।
এর মধ্যে করোনার সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে নিউ ইয়র্ক। যদিও শহরটিতে গত দুই দিনের তুলনায় গত একদিনে সেখানে কম সংখ্যা ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপরও নতুন ৩৫০ জনসহ প্রাণহানি বেড়ে হয়েছে ৪ হাজার ৭৫৮ জনে।
সোমবার ৮ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে সাত পুরুষ ও মিশিগানে একজন নারী মারা গেছেন।প্রাণঘাতী করোনায় এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৮৬ বাংলাদেশি প্রাণ হারালেন। তাদের মধ্যে নিউইয়র্কে ৮১ জন, নিউজার্সিতে চার ও মিশিগানে একজন।
জানা গেছে, নর্থ ব্রঙ্কস সেন্টাল হাসপাতালে সোমবার সকালে মারা যান ব্রঙ্কসের বাসিন্দা মুক্তিযোদ্ধা ডা. ইফতেখার উদ্দিন কাঞ্চন। ৬৭ বছরের এই চিকিৎসক ছিলেন নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের মহামারী রোগ বিশেষজ্ঞ।
এদিকে এই মহামারীর সঙ্গে লড়াই করে এদিন ভোরে এলমহাস্ট্র হাসপাতালে মারা যান বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজাদ বাকের।
জেএফকে টার্মিনাল ৫-এর এয়ারওয়ে কর্মরত জ্যামাইকার বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান মারা গেছেন জ্যামাইকা হাসপাতালে। আজাদুরের বড় ভাই ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে আইসিইউতে রয়েছেন।
দুপুরে মারা যান ব্রঙ্কসের বাসিন্দা কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা আফতাব উদ্দিন (৭১)। ভোরে ওজন পার্কে মারা যান ৭৭ বছর বয়সী বাবুল মিয়া।
ব্রুকলিনে মারা যান বেগমগঞ্জ ওয়েল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। ষাটোর্ধ্ব আবুল ফাররাহও মারা গেছেন ব্রুকলিনে।
এদিন দুপুরে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে করোনায় আক্রান্ত এক প্রবীণ বাংলাদেশি নারী (৭৩) মারা যান।
নিউইয়র্কে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন বাংলাদেশি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকও রয়েছেন।
প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র প্রথমে পাত্তা না দিলেও এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত শুধু নিউইয়র্কে মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন।
২৪ ঘণ্টা/ আর এস পি
Leave a Reply