ডিএমপিকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিল ফেসবুক গ্রুপ লিজেন্ড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, শুধু মাত্র যোগাযোগই বাড়ায় না এর মাধ্যমে গড়ে তোলা যেতে পারে একটি সুন্দর মননশীল প্ল্যাটফর্ম। তাই প্রমাণ করলো বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ বাংলাদেশ”।

বুধবার (৮ এপ্রিল) করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার জন্য ৩০০ পিস ইমপোর্টেড এন৯৫ মাস্ক ও ৩০০ পেয়ার হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়।

ডিএমপি কমিশনার এর বিশেষ সহকারী এসপি রবিউল ইসলাম এগুলো গ্রহণ করেন।

এই হস্তান্তর কার্যক্রম টি অনুষ্ঠিত হয় ডিএমপির প্রধান কার্যালয়ে।

এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ বাংলাদেশ গ্রুপ এর পক্ষ থেকে আরফাদুর রহমান বান্টি এই সরঞ্জাম গুলো তুলে দেন এসপি রবিউল ইসলামকে সাথে ছিলেন রাজীব মোতালেব।

ইতিপূর্বে করোনা মোকাবিলায় দেশের ৫ টি অঞ্চল যথা খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১০০০ অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে গ্রুপটি।

একটি পরিবার নিম্নে ২০ দিন চলার মতো চাল,ডাল, আলু, তেল, পেঁয়াজ ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

লিজেন্ড গ্রুপের এডমিন শাহ্ মোয়াজ্জেম মিলন বলেন, করোনা মোকাবিলায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া ইতিপূর্ববে আমাদের লিজেন্ড গ্রুপের ডাক্তার বন্ধুদের উন্নতমানের পিপিই সেট হস্তান্তর করা হয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *