কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি::::চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ব্যাংক কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার গ্রামের বাড়ী সন্দ্বীপ উপজেলায়।
বুধবার (৮ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তি একজন ব্যাংক কর্মকর্তা, তিনি নারায়নগঞ্জের একটি ব্যাংকে চাকুরী করেন বলে জানা গেছে।
তিনি সোমবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডে আসেন। তার পরিবার সীতাকুণ্ড রাফি ফ্যাশন মালিকের গোডাউন রোডে ভাড়া বাসায় থাকেন।
আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, প্রশাসনের পক্ষ থেকে গোডাউন রোডের তার বাসা ও আশপাশের কয়েকটি বাসা লগডাউন করা হবে।
এদিকে একই দিনে ফৌজদারহাট বিআইটিআইডিতে মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তিনজনই চট্টগ্রামের সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা। এর মধ্যে একজনের বয়স ৪৫, আরেকজনের ৪০ এবং সীতাকুণ্ডে আক্রান্তের বয়স ৫০ বছর।
Leave a Reply