লকডাউনের দুঃসময়ে ভাটিয়ারী প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের ১৫ টন চাউল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি ::: সীতাকুণ্ডে লকডাউনের কারণে বিপাকে পড়ে যাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, দুটি ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন ব্যক্তিবর্গকে মোট ১৫ টন চাউল বিতরণ করেছেন উপজেলার ভাটিয়ারীস্থ প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান মোঃ এস.এম নুরুন নবী মানিক।

মঙ্গলবার তিনি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে চাউলগুলো তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের এর অঙ্গ প্রতিষ্ঠান মাহিনুর শিপ রি-সাইক্লিং লিমিটেড এর এমডি নাজমুল হুদা তানভীর, জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খায়রুল আজম জসীমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

এ বিষয়ে প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের চেয়ারম্যান এস.এম নুরুন নবী মানিক বলেন, লকডাউনের এই দুঃসময়ে সীতাকুণ্ডের সাধারণ মানুষের হাতে যেন ত্রান পৌঁছায় সে লক্ষে আমি উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, দুটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দকে এসব চাউল বিতরণ করেছি। প্রেসক্লাবের সাংবাদিকরা দেশের এ ক্রান্তি লগ্নে নিরবিচ্ছিন্নভাবে সমাজকে সেবা দিয়ে যাচ্ছে তাই প্রেসক্লাবকে নিজস্ব তহবিলের জন্য চাউলগুলো প্রদান করা হয়েছে। এছাড়া অন্যরা তাদের চাউল সমাজের অবহেলিত মানুষকে পৌঁছে দেবেন এই প্রত্যাশা করি।

এদিকে এমন দুঃসময়ে সীতাকুণ্ড প্রেসক্লাবসহ ইউনিয়ন পরিষদে চাউল দিয়ে যে সহযোগীতার হাত বাড়িয়েছে তার জন্য প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের চেয়ারম্যান এস.এম নুরুন নবী মানিক এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। যেকোন দুঃসময়ে তারা যাতে এগিয়ে আসতে পারে সেটাই প্রত্যাশা সকলের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *